18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল!

কয়েক মাস ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে সরগরম বলিপাড়া। এদিকে বর্ষবরণের জন্য দম্পতির সপরিবার ছিলেন বিদেশে। সম্প্রতি মুম্বাই  বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন তারা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন তারা। আর সে থেকেই তাদের সম্পর্ক নিয়ে এবার নতুন সমীকরণ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

গত কয়েক মাস আগে এই দম্পতিকে তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। গত বছর অম্বানীদের বিয়ের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের সঙ্গে ছিলেন না তাঁরা । তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা ভাবে অনুষ্ঠানে উপস্থিত হন। তার পর থেকেই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। গত বছর সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক করেন অভিষেক। তার পরে আবার নেটিজেনদের একাংশ তাঁদের বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেন।

তবে শনিবার ইন্টারনেটে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া। তাদের পেছনে রয়েছেন অভিষেক। বেরিয়ে আসার পর তাদের জন্য গাড়ির দরজা খুলতেও দেখা যায়। তারপর গাড়ির সামনের আসনে গিয়ে বসেন অভিষেক।

এই তারকা দম্পতির ভিডিও ছড়িয়ে পড়তেই হাফ ছেড়েছেন দম্পতির অনুরাগীরা। তাদের একাংশের মতে, একসঙ্গে ঘুরতে যাওয়ার অর্থ, সম্পর্ক জোড়া লাগছে। কোনও সমস্যা থাকলে নিশ্চয়ই তারা একসঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতেন না। এক অনুরাগী লেখেন, ‘‘অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভাল লাগছে।’’ অন্য একজনের প্রশ্ন, ‘‘যাঁরা এঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিলেন, তাঁরা কোথায়!

২০০৭ সালে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়। চার বছর পর তাদের কোলে আসে আরাধ্যা। বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে এখনও দম্পতি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে আপাতত তাঁদের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

পড়ুন :নতুন অধ্যায় শুরু জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া

দেখুন:৩০ বছর বয়সে যেভাবে ৩শ’ কোটি টাকার মালিক আলিয়া ভাট

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন