22 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সভা স্থগিত

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমন অবস্থায় প্রায় অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। তাই অচলাবস্থা দূর করতে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সভা আজ হচ্ছে না।

আজ সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ওবায়দুল কাদেরের সঙ্গে সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে হবে তা পরবর্তীতে জানানো হবে। 

তিনি আরও বলেন, পদ্মাসেতু সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর একটি জরুরি সাক্ষাৎ রয়েছে। তাই তিনি আমাদের সময় দিতে পারেননি।

গত ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ফটকে এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। সেই ঘোষণার পরেই ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন