26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

ওমানের বিপক্ষে সাদামাটা জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

ওমানের বিপক্ষে রাজত্ব করতে পারেনি অস্ট্রেলিয়া। সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল অজিরা।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমানের ইনিংস। তাতে ৩৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

ইনিংসের প্রথম ওভারেই প্রতীক আথাভালের উইকেট হারিয়ে বিপদে পড়ে ওমান। স্টার্কের বল বুঝতে না পেরে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ওপেনার।

এরপর ইলিয়াসকে নিয়ে জুটি বাধেন আরেক ওপেনার প্রজাপতি। তবে তাদের জুটিও বেশিদূর এগোয়নি। দলীয় ২৩ রান নাথান এলিসের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন প্রজাপতি।

বাকিরাও ছিলেন আসা যাওয়ার মাঝে। সর্বোচ্চ ৩৬ রান করেন আয়ান খান। ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমানের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওমানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে অজিরা। দলীয় ১৯ রানের তারা হারায় ইনফর্ম ব্যাটার ট্রাভিস হেডকে। বিলাল খানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর দলীয় রান যখন অর্ধশত পূরণ করে তখন বিদায় নেন অধিনায়ক মিচেল মার্শ। ২১ বল খেলে ১৪ রানে করেন তিনি।

মার্শের ফিরে যাওয়ার পরের বলেই ডাক মারেন গ্লেন ম্যাক্সওয়েল। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮.৩ ওভারে ৫০ রানে ৩ উইকেট।

সেখান থেকে দলের হাল ধরেন স্টয়নিস ও ওয়ার্নার। অভিজ্ঞ ওয়ার্নারের সঙ্গে বুঝেশুনে খেলে করেন ফিফটি। ওয়ার্নারও ফিফটির দেখা পেয়েছেন। স্টয়নিস ৩৫ বলে দুই চার ও ৬ ছক্কার মারে অপরাজিত ছিলেন ৬৬ রানে।

আর ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করে আউট হন। এই দুইজন মিলে করেন ১০২ রানের জুটি। তাতে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৬৪ রান।

ওমানের হয়ে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট পেয়েছেন মেহরান খান। একটি করে উইকেট পেয়েছেন কলিমুল্লাহ ও বিলাল খান।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন