০৮/০৭/২০২৫, ২১:৩৮ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:৩৮ অপরাহ্ণ

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট সিরিজ খেলতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ স্কোয়াডের প্রথম বহরের ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। পরবর্তী বহরে যাবেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ বাকিরা। আর এদিনই মিরাজকে ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল টাইগাররা।

আগামী বছরের জুন পর্যন্ত ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মিরাজ। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার) সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে। বিসিবি জানিয়েছে, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

এর আগে শান্ত’র অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। মিরাজকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।’

‘আমাদের এমন সুযোগ করে দেওয়ায় আমরা শান্তকে (ওয়ানডের সাবেক অধিনায়ক) ধন্যবাদ জানাই, অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ’, আরও যোগ করেন ফাহিম। এই মুহুর্তে শান্ত’র কাঁধে রয়েছে কেবল বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব। এ ছাড়া টি-টোয়েন্টির নেতৃত্বভার এখন লিটন দাসের কাছে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৫টি ওয়ানডে খেলেছেন মিরাজ। যেখানে ১৬১৭ রান এবং ১১৭ উইকেট নিয়ে তিনি নিজেকে বাংলাদেশের অপরিহার্য অলরাউন্ডারে পরিণত করেছেন।

পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই চিন্তা করাটা বোকামি : শান্ত


আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন