কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা কক্সবাজারের দিক থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মারছা বাসের সংঘর্ষ হলে মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত দুইজনকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পড়ুন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
আর/

