কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চলছে দেদারছে পাহাড় কাঁটা। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য ধংসের আশংকা করছে সচেতন মহল। বনবিভাগও জানিয়েছে পাহাড় ধংসকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা। তবে আশ্বাসে বিশ্বাস নেই স্থানীয়দের, পাহাড় কাটা নিয়ে দুশ্চিন্তায় তারা।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প।
দীর্ঘদিন ধরে লাখ লাখ আশ্রীত রোহীঙ্গাদের মাথা গোজার ঠাঁই। তবে সম্প্রতি এ ক্যাম্পে দেখা দিয়েছে অনিয়ম। চলছে দেদারছে পাহাড় কাঁটার কাজ। ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ধংসের আশংকা করছেন স্থানীয়রা।
অভিযোগ উঠেছে, থাইনখালীর এই ক্যাম্প এলাকায়, পাহাড়ের মাটি কেটে জলাশয় ভরাট ও অনুমোদনহীন বাজার বসানোর পরিকল্পনা করছে একটি প্রভাবশালী মহল। যাতে তৈরি হয়েছে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।
দিন-দুপুরে স্কেভেটর দিয়ে কেটে অবৈধ ডাম্পার গাড়ীর সাহায্যে সরানো হচ্ছে মাটি। ফলে আসছে বর্ষায় পানি চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বলে আশংকা পরিবেশবাদীদের।
সব ধরণের সহায়তা করার কথা জানালেন বিভাগীয় এই বন কর্মকর্তা। শুধু আশ্বাস নয়, প্রকৃতি ও পরিবেশের এসব শত্রুদের দ্রুত আইনের আওতায় আনা ও শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের দাবি স্থানীয়দের।
পড়ুন: অতিরিক্ত ভাঙন, ঝুঁকিতে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়াম
দেখুন: ঈদের তৃতীয়দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল |
ইম/