স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
অভিযানে কক্সবাজার সরকারি কলেজের পাশের ময়লার স্তুপ, উপজেলা পরিষদের বাজারসংলগ্ন সড়ক এবং টেকনাফ হাসপাতালে সামনের সড়কসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করা হয়।
কক্সবাজার সরকারি কলেজের পাশের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী। কর্মসূচি বাস্তবায়ন করেন বিডি ক্লিন কক্সবাজার জেলা সমন্বয়ক সৈয়দ করিম ও সহসমন্বয়ক সিরাজুল মনিরা।
এ সময় সহযোগিতা করে কক্সবাজার সদর উপজেলা ব্র্যাকের প্রিজ প্রজেক্ট ও কক্সবাজার পৌরসভা। অভিযানে প্রায় ২০ টন ময়লা অপসারণ করা হয়।
ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “পরিচ্ছন্নতা আমাদের সবার দায়িত্ব। জলাবদ্ধতা নিরসন ও কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করছি, যেন কেউ আর মহাসড়কের পাশে ময়লা না ফেলে।”
পড়ুন : কক্সবাজারে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে র্যাবের অভিযানে চার দালাল গ্রেফতার


