কক্সবাজারে হঠাৎ করে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। আগে যেখানে ম্যালেরিয়া রোগীর ভর্তি সংখ্যা ছিলো শুন্যের কোটায়, সেখানে এখন শুধুমাত্র সদর হাসপাতালেই একদিনে ভর্তি আছে ০৮ জন রোগী। যার বেশীরভাগই রোহিঙ্গা। এতে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা।
সারাদেশে নতুনভাবে করোনা মাথাচাড়া দিয়ে উঠলেও কক্সবাজারের চিকিৎসকদের নতুন মাথাব্যথা ম্যালেরিয়া।
গেলো কয়েকবছর ধরে জেলা সদর হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্তের ভর্তি সংখ্যা ছিলো শুন্যের কোটায়। কিন্তু বর্তমানে শুধুমাত্র সদর হাসপাতালেই ভর্তি আছেন ০৮ জন রোগী।
আক্রান্তরা বলছেন, হঠাৎ কাপুনি দিয়ে জ্বর এসে শুরু হয় প্রচন্ড মাথাব্যথা। এরপই চিকিৎসকের শরণাপন্ন হলে, বেশকয়েকয়টি টেস্ট করানোর পর ম্যালেরিয়া পজেটিভ হয়।
আক্রান্ত এসব রোগীর অধিকাংশই রোহিঙ্গা। মুলত রোহিঙ্গা ক্যাম্প পাহাড়কেন্দ্রীক হওয়ায় সহজেই ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছেন তারা। এভাবে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ায়, কিছুটা দুশ্চিন্তা চিকিৎসকরা।
এদিকে কক্সবাজার শহরে যাতে ম্যালেরিয়ার রোগির সংখ্যা না বাড়ে সেই লক্ষ্যে কাজ করছে কক্সবাজার পৌরসভা। নিয়মি ফগিং স্প্রে সহ নালা-নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বলে জানান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা।
এনএ/