39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

কক্সবাজারের ৪ মাদক ব্যবসায়ীকে ২০০০০ পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উদ্যোগে দুটি পৃথক অভিযান পরিচালন করা হয়। সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে উত্তরা সার্কেলের টিম গুলশান থানাধীন শাহজাদপুর ও যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুরে প্রথম অভিযান পরিচালনা করে মোহাম্মদ হাসান (২৮) ও মিনু আরা (২৮) নামে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা উখিয়া, কক্সবাজারের বাসিন্দা বলে জানা যায়।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানাধীন গোপালবাগ এলাকায় সকাল ৯টায় দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আব্দুল মালেক (৪৮) এবং মো. সাঈদ (৩২) নামে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বান্দরবান ও কক্সবাজারের বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেন উত্তরা সার্কেলের উপ-পরিদর্শক জেরিন সুলতানা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মাদক পাচারের প্রবণতা বেড়ে গেছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

এনএ/

দেখুন: কক্সবাজারে যা ঘটেছিল আমেরিকান তরুণীর সাথে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন