সমুদ্র বেষ্টিত কক্সবাজার ও পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে কক্স- কুটুমবাড়ি রেস্টুরেন্ট ও আইল্যান্ডিয়া রিসোর্ট। জেলা সদরের ঝিলংজা ও রামুর দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ অসহায় মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
অন্যদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন। সকালে কোর্ট প্রাঙ্গনে জেলা ও দায়রা জজ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও, নোয়াখালীতে বিএনপি, ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বনার্তদের কাছে ত্রাণ পৌছে দেওয়া হচ্ছে।