শনিবার রাতে (২১ জুলাই) কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়নে যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার অভিযান চালায়। কক্সবাজার সদরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে নাগরিক-এর কক্সবাজার প্রতিনিধি জানায়, চৌফলদন্ডী অস্ত্র মজুদের খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই অভিযানের সিদ্ধান্ত নেয়।
১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি’র সমন্বয়ে গঠিত একটি টিম চৌফলডন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশি করে এসব অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো মুলত ব্যবহার করে সন্ত্রাসীরা উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো করে আসছিল বলে জানিয়েছে যৌথ বাহিনী।