ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় পশ্চিমাঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এটি ঘটেছে কোয়া নদীতে, যেখানে স্থানীয় সময় ১০ মার্চ রাতে একটি নৌকা দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি মাই-নডোম্বে প্রদেশে ঘটেছে, যা কঙ্গোর পশ্চিমাঞ্চলে অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল, যারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার পাড়ি দেওয়ার পর নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৩০ জন বেঁচে গেছেন বলে জানানো হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানিয়েছেন, নৌযানটি যখন ডুবে যায়, তখন তা রাতে চলছিল, যা দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হচ্ছে। নৌকা ডুবে যাওয়ার পরে উদ্ধারকারীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে, তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এটি প্রথমবার নয়, যখন কঙ্গোয় এই অঞ্চলে এমন ঘটনা ঘটল।
গত বছরের ডিসেম্বরে মাই-নডোম্বে প্রদেশের ইনোঙ্গো শহরের কাছেও একটি নৌকা ডুবে গিয়েছিল, যেখানে অনেক প্রাণহানি হয়েছিল। কঙ্গোর নদীতে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নৌকা দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পরিচিত।
পড়ুন : মাঙ্কিপক্স মহামারির শঙ্কা নেই; বাংলাদেশ সীমান্তে সতর্কতা
দেখুন : আমাজনের বন উজাড় করছে ব্রাজিল!
ইম/