বাংলাদেশের জনগনকে নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটূক্তির পরও দেশটিতে ইলিশ রপ্তানি হয়েছে। বিষয়টি ভালো চোখে দেখছে না বিএনপি।
ভারতের বিজেপি নেতারা বাংলাদেশিদের কখনও উইপোকা বলেন। বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দেন। হাসিনা সরকার কোন প্রতিবাদ করতো না।
সম্প্রতি দেশটির ঝাড়খন্ডে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের জনগনকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছেন। এর পরেই প্রতিবাদের ঝড় উঠে বাংলাদেশে। অন্তর্বতী সরকারের পক্ষ থেকেও কড়া প্রতিবাদ জানানো হয়।
এমন প্রেক্ষিতে দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এটিকে ভালোচোখে দেখছে না বিএনপি।
ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, প্রতিবেশী দেশের এমন আচরণ বরদাশত করা যায় না।
বিএনপি মনে করে, সংস্কার করতে বেশি সময় লাগার কথা না। দ্রুত দেশের স্বার্থে নির্বাচন দেবার তাগিদও দেন দলের নেতারা।