23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

এবার কমলো সোনার দাম

এবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী- সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সর্ণের দাম ১৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে এ নতুন দাম কার্যকর করা হবে।

টানা তিন দফা দাম বাড়ানোর পর এবার দাম কিছুটা কমানো হলো। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বেড়েছে স্বর্ণের দাম

এ ছাড়া, ১৮ ক্যারেটের একভরি সর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির একভরি সর্ণের দাম ১ হাজার ৩১৮ টাকা কমিয়ে ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০, ২২ ও ২৪ নভেম্বর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়।

এনএ/

আরও পড়ুন: সোনার দাম বাড়লো, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
দেখুন: ভুটান থেকে কম দামে স্বর্ণ কেনার সুযোগ
ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভাঙলো সব রেকর্ড
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন