জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, নিপসম কর্তৃক কমিউনিটি পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে এক জনসংযোগের আয়োজন করা হয়।
আজ রবিবার (১লা ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশের জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি, ডেঙ্গুর ভয়াবহতা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে এ জনসংযোগের আয়োজন করে।
ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত করে তার নির্মূল করতেই এই কার্যক্রমের আয়োজন করা হয়। রবিবার সকাল ৯ টায় সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মোঃ জিয়াউল ইসলাম, পিএইচডি এর সভাপতিত্বে সকল সম্মানিত অনুষদ সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীদের নিয়ে নিপসম অডিটোরিয়ামে দিক নির্দেশনা মূলক আলোচনা শেষে চারটি গ্রুপে বিভক্ত হয়ে পুরো মহাখালী এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক রেলী ও সম্পৃক্ততার জন্য জনসংযোগের সাথে সাথে লিফলেট বিতরণ করেন। পরিচালক মহোদয়ের নির্দেশক্রমে প্রতিটি গ্রুপের নেতৃত্ব দেন সিনিয়র অনুষদবৃন্দ। সকল নির্ধারিত স্থান প্রদক্ষিণ ও জনসংযোগ শেষে দুপুর সাড়ে বারোটায় আবার নিপসম ক্যাম্পাসে সবাই ফিরে আসেন।

সরেজমিনে গিয়ে সবগুলো টিমের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় যে, নিপসম সবসময়ই জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা নিয়ে গবেষণা করে তার সমাধানে অগ্রনী ভূমিকা পালন করে থাকে।
এই আয়োজন সম্পর্কে নিপসম পরিচালক কমিউনিটির সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেন সকল অংশীজনের সহযোগিতা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা রোধ সম্ভব নয়।
এ সময় ১ নম্বর টিমে থাকা নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মোঃ গোলাম ছারোয়ার এক প্রশ্নের জবাবে বলেন এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে এর নির্মূলের জন্য জনসচেতনতা ও সম্পৃক্ততার কোন বিকল্প নেই।আমরা সবাই একসাথে এই কাজটিই করছি। দুপুর সাড়ে বারোটায় সকল অংশগ্রহণ কারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিপসম পরিচালক এই সচেতনতামূলক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
টিএ/