১৯/০৭/২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ

জীবননগর প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

জীবননগর প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে এক সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জীবননগর সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি আতিয়ার রহমান। সভা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন তিনি।

নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও দৈনিক আজকের পত্রিকার জীবননগর প্রতিনিধি রিপন হোসেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন বাংলা এডিশন ও ইংরেজি দৈনিক কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি অসীম সাঈদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি শেখ শহীদ, দৈনিক আকাশ খবরের হাসাদহ প্রতিনিধি মতিয়ার রহমান ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান নয়ন।

সভায় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে জীবননগর প্রেসক্লাবের নেতৃত্ব অকার্যকর হয়ে পড়েছিল। অনেকে পেশাদার সাংবাদিকদের বাদ দিয়ে ক্লাবকে কুক্ষিগত করা হয়েছিলো। নতুন এই আহ্বায়ক কমিটি সাংবাদিকদের সম্মান ও অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা।”

সভায় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র সাংবাদিক শামসুল আলম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ, চাষী রমজান, মহিবুল ইসলাম মুকুল, আবু বক্কর সিদ্দিক, মো. ওমর ফারুক, রমজান আলী, রাজেদুল ইসলাম, আল-আমিন মোল্লা, আহমেদ সগীর, মনিরুজ্জামান রিপন, এ এস এম রকি, মুকুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এদিকে, জীবননগর প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটিকে জেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এনএ/

দেখুন: সংস্কারের কৌশল ও রূপরেখা নির্ধারণে বিএনপির ৬ কমিটি

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন