ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিকরা অপাঙক্তেয় আর ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌত্তিক প্রচেষ্টা আছে। অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। তার মতে, বিশেষ কয়েকটি দলের বক্তব্য ও বিবৃতির মধ্যে মিলও আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে।
আজ শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গেই চলতে পারে।
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনে একগুচ্ছ সুপারিশ জমা দেবে বিএনপি। এ বিষয়ে জানাতে গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ পাঠিয়েছে তা নিয়ে আপত্তি জানান বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, গণপরিষদে প্রস্তাবগুলো হাঁ বা না ভোটে বাস্তবায়ন চায় কিনা। আর এ বিষয়ে সবার মত আছে কিনা।
জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশীটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
নতুন রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করে বিএনপির এ নেতা বলে গনতন্ত্রের এটা শুভ লক্ষণ না।
সংস্কার ও নির্বাচন এক সাথে চলতে পারে অযথা আগে সংস্কার পরে নির্বাচন এসব অবান্তর কথা বলেও জানান বিএনপি মহাসচিব।
এনএ/