২০/০৭/২০২৫, ৬:৫১ পূর্বাহ্ণ
27.3 C
Dhaka
২০/০৭/২০২৫, ৬:৫১ পূর্বাহ্ণ

করাচিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২ চীনা নাগরিক

আবারও জঙ্গি হামলার শিকার হয়েছে পাকিস্তান। করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ চীনা নাগরিক। আহত হয়েছেন অন্তত ৮ জন।

স্থানীয় পুলিশ ও প্রাদেশিক সরকারের বরাত দিয়ে সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

হামলার দায় শিকার করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সাংবাদিকদের ই-মেইলে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তারা। দেশটির চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইঞ্জিয়ারদের একটি কনভয়কে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। তারা করাচির কাশিম বন্দর এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

মূলত চীনা নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটি। গাড়ির ভেতর বিস্ফোরক ডিভাইস সেট করে চালানো হয় এই হামলা। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন