১৪/০৬/২০২৫, ১৬:৪৪ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:৪৪ অপরাহ্ণ

দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, মন জয় করতে হবে: সেলিমা রহমান

বিএনপির নেতাদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, কাঠামোগত পরিবর্তন দরকার। মন জয় করেই নেতা হতে হবে।’

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ বিষয়ক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।    

দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, মন জয় করতে হবে: সেলিমা রহমান

সেলিমা রহমান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন দরকার। রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে।’

তিনি আরও বলেন, ‘সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে, তা পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে।’

সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘এক এগারোর অরাজনীতিকরণ এখন আবার দেখতে পাচ্ছি। ক্ষমতার জন্য রাজনৈতিক দলের সদস্যও নেতা হতে চায়। টার্গেট থাকে সংসদ সদস্য কিংবা মন্ত্রী হতে হবে। এটা লক্ষ্য হলে তো রাজনীতিবিদ হওয়া হবে না।’

চলমান সংস্কারের মধ্যেই নির্বাচন দেয়ার দাবি জানিয়ে মঈন খান বলেন, ‘ক্ষমতায় আসলে বিত্তবৈভব সব তার, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, আর আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে স্বৈরাচার হয়েছে।’

এনএ/

দেখুন: নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে ট্রাম্পকে হাসিনার অভিনন্দনপত্র! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন