25 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

দেশে করোনায় একদিনে রেকর্ড ১০২ জনের মৃত্যু

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১০২ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে টানা তৃতীয় দিনের মতো মৃত্যু একশোর উপরে। পরীক্ষার সংখ্যা কমাতে ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা, কিছুটা কমেছে। শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন।

অ্যান্টিজেন ল্যাবসহ দেশজুড়ে ২৫৭টি ল্যাবে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয় ৩ হাজার ৬৯৮ জন।

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর চিত্র উর্ধ্বমুখী। প্রাণ হারিয়েছেন আরও ১০২ জন। যা একদিনের হিসেবে, সবচেয়ে বেশি। টানা তৃতীয় দিনের মতো একশোর বেশি মৃত্যু। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯৭ জনা মারা গেছেন হাসপাতালে, বাসা বাড়িতে ৫ জন। মোট প্রাণহানি ১০ হাজার ৩৮৫ জন।

একদিনে মৃতদের ৫৯ জন পুরুষ, ৪৩ জন নারী। সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু ঢাকা বিভাগে। চট্টগ্রামে ২২, ময়মনসিংহ এবং বরিশালে ৪ জন করে, রাজশাহীতে ৩, খুলনা মারা গেছেন ১ জন।

দেশে এখন চিকিৎসাধীন ১ লাখ ৪ হাজারের ১৪ জন করোনা রোগী। হাসপাতলে ৫ হাজার ৭২১ জন, বাকিরা চিকিৎসা নিচ্ছেন বাসা-বাড়িতে। আর সারা দেশে আইসিইউতে আছেন ৭৩৫ জন।
আহো/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত