- Advertisement -

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫৯৬ জন। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক তিন আট শতাংশে। মোট শনাক্ত ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। এর আগে, গত ৬ মার্চ দেশে ৫২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৭৪টি। দেশে গত একদিনে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।
- Advertisement -
