
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এক সপ্তাহ আগে দেয়া লকডাউন বা বিধি-নিষেধ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন কার্যকরের কথা থাকলেও প্রজ্ঞাপনে সেবিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া, এতে নতুন কোন শর্তও আরোপ করা হয়নি।
আগের প্রজ্ঞাপন অনুযায়ী, বিকাল ৫টা পর্যন্ত শপিং মল ও সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি এলাকায় বাস চলাচল করতে পারবে। এদিকে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দূরপাল্লার যানবাহন চলবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাহা/ফই