বিশ্ব নারী দিবসকে সামনে রেখে কমজীবি ৩০০ গর্ভবতী নারীকে সম্মাননা জানানো হলো। ব্যাতিক্রমী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গর্ভবতী নারী ও তার পরিবারের সদস্যরা। উপহার আর সম্মাননার মাধ্যমে নারীদের গর্ভবর্তীকালীন সময়ের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
বিশ্বায়নের এই যুগে নারী আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে সব ধরনের কাজে পুরুষের পাশাপাশি কাধে কাধ মিলিয়ে কাজ করে চলেছেন নারীরা। সব ক্ষেত্রেই নারীর মুখরিত পদচারণা।
এই নারী একই সাথে, মা আবার কর্মজীবী। যখনই একজন কর্মজীবী নারী মা হন, তখনই তার সামনে চলে আসে নানা ধরনের বাধা।
কর্মজীবী এই নারীদের গর্ভকালীন সময়ে সম্মাননা জানিয়ে, পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করলো টিম গ্রুপ।
সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সট খালেদা আকতার জাহান বলেন, এই নারীদের কর্মস্থলে কেউ গর্ভবর্তী হলে তাকে দেয়া হয় লাল স্কার্ফ। কর্মরত সবাই যেন তাকে সহযোগিতা করতে পারে তার জন্যই এমন ব্যবস্থা। নারীবান্ধব পরিবেশ পেলে কর্মক্ষেত্রে নারীর অঙশগ্রহন বাড়বে আর কমে আসবে নারী নির্যাতন।
টিম গ্রুপ ডিরেক্টর গ্রুপ এইচ আর দিলরুবা শারমিন খান বলছেন, গর্ভাবস্থা মানে পিছিয়ে পড়া নয়। এসময় একজন নারী আরো সাহসি হয়ে ওঠেন। আর সেই সাহসিকতাই তাকে এগিয়ে নিতে পারে হাজার পথ।
ফাহো/ফই
Leave a Reply