39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

কলমাকান্দায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দা থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত ও উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের।

থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, লেংঙরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, জামায়াতে ইসলামী কলমাকান্দার প্রতিনিধি আবুল কালাম কালা মিয়া প্রমূখ।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয় জনগণের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনা হয় এবং পুলিশের পক্ষ থেকে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কর্মকর্তারা।

পড়ুন: নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ জব্দ

দেখুন: নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল আ*টক ১০ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন