26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ঝিনাইদহে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শ্রী উৎস ভট্টাচার্য নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার কালীগঞ্জ ফাতেমা প্রাঃ হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় ফাতেমা প্রাঃ হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে যায় শহরের পৌর এলাকার রায়গ্রামের মেধাবী ছাত্র শ্রী উৎস ভট্টাচার্য। অপারেশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ছাত্রটির মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক রাজিবুলের অধীনে অপারেশনটি করা হয়েছিল।

ছাত্রটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো রায়গ্রাম এলাকায় গভীর শোক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, নিহত ছাত্রের মেধা ও সদগুণের জন্য তার সবার কাছেই একটি বিশেষ স্থান ছিল। তার অকাল প্রয়াণে স্বজনদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে, তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। শ্রী উৎস সরকারি মহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এই ঘটনার পর ক্লিনিক মালিকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন ফাতেমা ক্লিনিকে একটি মৃত্যুর ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছে।

এনএ/

দেখুন: নওগাঁয় কলেজ ছাত্র হ*ত্যা র প্রধান আসামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন