০৭/১১/২০২৫, ২৩:৪৩ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ২৩:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কল্পনা চাকমা অপহরণের ২৯ বছর :বিচার দাবিতে রাঙামাটিতে আলোচনা সভা, নারী সমাবেশ

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ঘটনার প্রমাণ হলেও জড়িতদের বিচারের আওতায় আনা হয়নি। উল্টো রাষ্ট্রযন্ত্র অপহরণ মামলা খারিজ করে দিয়েছে। অপহরণের ২৯ বছরেও বিচারের বাণী নিভৃতে কাঁদছে। বৃহস্পতিবার (১২ জুন) রাঙামাটিতে ‘কল্পনা চাকমা অপহরণের ২৯ বছর’ উপলক্ষে পৃথকভাবে আয়োজিত আলোচনা সভা ও নারী সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

বিজ্ঞাপন

এদিন সকালে ‘নারী নিপীড়নের বিচারহীনতা বন্ধ কর, কল্পনা চাকমা অপহরণের বিচার কর’ এ স্লোগানে রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এতে আরও বক্তব্য দেন- কল্পনা চাকমা অপহরণের মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, নারীনেত্রী অ্যাডভোকেট কক্সি তালুকদার।

এসময় জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার বলেন, ‘এমএন লারমা (মানবেন্দ্র নারায়ণ লারমা) বলেছেন-শিখিয়েছেন যারা সংগ্রাম করতে পারে, তারাই পৃথিবীতে টিকে থাকতে পারেন। তাই জেএসএস করে দেবে আমরা বসে বসে খাব, অধিকার পাব এটা সম্ভব নয় বন্ধুরা। নিজের বিবেককে জাগ্রত করে এগিয়ে আসতে না পারলে অধিকার পাওয়া সম্ভব নয়।’

ঊষাতন আরও বলেন, ‘ইউপিডিএফরা বলে আমরা জেএসএস নাকি সরকারের দালাল হয়েছি। কিন্তু উল্টো তারাই দালালী করছে। জনসংহতি সমিতি আপসহীন সংগ্রাম করছে। যার কাছ থেকে আমরা অধিকার পাব, তার সঙ্গে তো আমাদের উঠাবসা করতে হবে। কথা বলতে হবে, তার মানে তো দালালী নয়, আপসকামীতা নয়। তাই তাদের (ইউপিডিএফ) দাঁতভাঙা জবাব দিতে হবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব্যকে মেনেই আন্দোলন-সংগ্রাম করছি, চুক্তি (পার্বত্য চট্টগ্রাম চুক্তি) করেছি।’

এদিকে, একই দিন দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলায় ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংগঠক অলিউর সান, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সহেল চাকমা, অ্যাক্টিভিস্ট মারজিয়া প্রভা, ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি উষাতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরীনিতা চাকমা, বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নুজিয়া হাসান রাশা, ইউপিডিএফ সংগঠক নিকন চাকমা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণের ২৯ বছর কাটলেও এখনো এই অপহরণের বিচার মেলেনি। অপহরণ ঘটনার সঙ্গে জড়িতরা আইনের আওতায় আসেনি। রাষ্ট্রযন্ত্র অপহরণ মামলাটিও খারিজ করে দিয়েছে। কল্পনা চাকমা অপহরণের বিচার নিভৃতেই রয়ে গেছে।

পড়ুন: জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

দেখুন: শাকিব খান প্রচন্ড রাগী,আমি সহজে রাগী না: বুবলী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন