ঈদুল আজহার পবিত্র উপলক্ষ্যে লালমনিরহাটের কাকিনায় মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ)। সংস্থাটির তত্ত্বাবধানে অর্ধশতাধিক গরিব, অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) অনুষ্ঠিত এই খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, স্কুল ও কলেজের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তারা রোজ-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঈদের খুশি সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
সংস্থার পক্ষ থেকে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। এই উদ্যোগে উপকৃত পরিবারগুলো ঈদের আনন্দে সামিল হওয়ার সুযোগ পায় এবং এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করে রোজ।
রোজ-এর সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
এই কার্যক্রম ঈদের চেতনাকে শুধু ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নিদর্শনে পরিণত করেছে।
পড়ুন: সাফল্যের স্বীকৃতি দিতে লালমনিরহাট সরকারি কলেজের ব্যতিক্রমী উদ্যোগ
দেখুন: লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা
এস