27 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ও অবাঞ্ছিত ঘোষণা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাবেক ফুটবলাররা। তা না হলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও জানিয়েছে তারা।

আজ শুক্রবার (৩১ আগস্ট) বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকের নেতৃত্বে বাফুফে ভবনের সামনে আন্দোলন করেছে সাবেক ফুটবলাররা। সেখানে আরও ছিলেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আলফাজ আহমেদ ও রুম্মান বিন ওয়ালি সাব্বিরসহ অনেক সাবেক ফুটবলার।

বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম এ বিষয়ে বলেন, ‘কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবে।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন