16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

কানপুর টেস্ট : তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

পুরো দিনে বৃষ্টি নেই, তবুও মাঠে গড়ায়নি বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনের খেলা। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠ পরিদর্শন শেষে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আজ বৃষ্টি না থাকলেও আগের দুই দিনের বৃষ্টিতে মাঠ শুকায়নি। ফলে অনেকটা বাধ্য হয়ে তৃতীয় দিনের খেলারও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দুপুরে তৃতীয় দফায় পুরোপুরি খেলার উপযোগী হয়েছে কি না সেটি দেখতে মাঠে হাজির হয়েছিলেন আম্পায়াররা। এরপর তারা জানালেন– ‘ভেজা আউটফিল্ডের কারণে (দিনের) খেলা পরিত্যক্ত।’ স্বাভাবিকভাবেই এত সময় পেয়েও কেন মাঠ খেলার জন্য উপযুক্ত করা যায়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। দেখা গেছে, মাঠের পুরোনো দিনের রোলারগুলো দিয়ে পানি বের করে নেওয়ার প্রাণান্ত চেষ্টা চলছে। তবে তাতেও খুব বেশি সুফল না মেলায় মাঠকর্মীরা নেমে পড়েছেন কাপড় আর চট হাতে। পুরো সময়েই রোদের দেখা মেলেনি কানপুরে, মেঘাচ্ছন্ন ছিল আকাশ।

দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। প্রথমদিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে এক সেশনের কিছু বেশি সময় ব্যাট করে বাংলাদেশ। টস হেরে ব্যাট করা সফরকারীরা এর ভেতর ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করেছে। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম ক্রিজে অপরাজিত আছেন ৬ রানে। এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ এবং ওপেনার সাদমান ইসলাম ২৪ রান করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন