16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

কানপুর টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

শুক্রবার মাঠে গড়াচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ফিরতে মরিয়া টাইগাররা প্রস্তুতি সারছেন কানপুরে। শান্তদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা।

ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে ১-০ ব্যবধানে। এখন কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফেরার লড়াই টাইগারদের।

এখানে ঘুরে দাঁড়ানোর তাড়না আছে শান্তদের। বোলাররাই পারেন এই লড়াই জমাতে। পেস ইউনিটের সঙ্গে স্পিন জুটি তেড়েফুঁড়ে বোলিং করতে সক্ষম হলে স্বাগতিক ব্যাটারদের চাপে ফেলা সম্ভব হবে।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে খেলা প্রথম টেস্টে তিন উইকেট গেছে মিরাজের দখলে। কানপুরে মিরাজ-সাকিব জ্বলে না উঠলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা নিয়েই দুশ্চিন্তায় পড়ে যেতে পারে বাংলাদেশ। জাতীয় দল-সংশ্লিষ্টরা মনে করেন, ভালো করতে হলে বোলিংয়ে সাপোর্ট লাগবে স্পিনেও।

চেন্নাই টেস্টে সাকিব-মিরাজের কাছে প্রত্যাশাটাও বেশি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অথচ তাঁকে বেশি হতাশ করেছে সাকিবের বোলিং। বাঁহাতি এ স্পিনার হয়ে ওঠেন রানের খনি। ছয়ের ওপরে ইকোনমি সমালোচনার মুখে ঠেলে দেয় তাঁকে।

সাকিবের বোলিং হাতের আঙুলে বলের আঘাতে রক্তক্ষরণ হলেও কানপুরে খেলতে সমস্যা হবে না বলে মনে করেন ফিজিও বায়েজিদুল ইসলাম। সাকিব জ্বলে উঠলে ভারতের জন্য হয়ে উঠতে পারেন আতঙ্ক। সাথে মিরাজের স্পিন শক্তি দিবে বাড়তি শক্তি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন