১৯/০৭/২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ

কানাডা পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইরান-ইসরাইল উত্তপ্ত সংঘাতের মধ্যেই জি ৭ সম্মেলনে যোগ দিতে কানাডা পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সংঘাত প্রশমনে ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইতালি সরকার। দ্বিপাক্ষিক বৈঠক আলচ্য প্রধান বিষয়সমূহ গনমাধ্যমের তুলে ধরেন:- ইতালি পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সংসদে জানিয়েছেন, ইরান “লাল রেখা” অতিক্রম করেছে। ইসরাইলি গোয়েন্দা তথ্য মতে, ৬ মাসের মধ্যে ইরান ১০টি পরমাণু বোমা তৈরি করতে পারে।

“সামরিক উত্তেজনা বন্ধ করুন” – ইসরাইল ও ইরান উভয়কে এই বার্তা দিয়েছে রোম।

ইরানে অবস্থানরত ইতালীয় নাগরিকদের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে (এখনো সরিয়ে আনার কোনো সিদ্ধান্ত হয়নি)।

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা পুনরায় আয়োজনে ইতালি প্রস্তুত, যদিও পরিস্থিতি এখন আরও অনিশ্চিত।

মেলোনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তুলেধরবেন করবেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথেও বৈঠক হতে পারে।

এই পারমাণবিক উত্তেজনা রোধে কী ভূমিকা রাখতে পারে ইউরোপীয় নেতারা? সংলাপ কি বাস্তবসম্মত সমাধান আনতে পারবে? এ প্রশ্ন কিন্ত রয়ে যায়।

পড়ুন: ইতালির ব্রুগনেরা শহরে এক ভারতীয় যুবকের উপর হামলা

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন