১৯/০৭/২০২৫, ২:৩১ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৩১ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত আব্দুল হাকিম (২৬) রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার বাহার আলীর ছেলে।

রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা জানান, বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। ছেলেটি স্থানীয় একটি দোকানে বসে ছিল। তখন একই রকমের পোশাক পরিহিত কয়েকজন লোক এসে তাকে গুলি করে। তবে কেন বা কী কারণে যুবক খুন হলেন; এসব বিষয়ে তিনি জানেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ৯-১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশ কে কোনো তথ্য দিচ্ছেন না। লাশের সন্ধানও পাইনি। কে বা কারা- ঘটনা ঘটাল; তা এখনো জানা যায়নি।

পড়ুন: সোমবার রাঙামাটির কাউখালী বাজার বর্জনের ডাক ইউপিডিএফের ৪ সংগঠনের

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন