১৪/০৬/২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ণ

৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট -২০২৫ সমাপ্ত

ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট -২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি বিজয়ী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন।

চার দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৮৫৮ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ওভার অল চ্যাম্পিয়ন হন মেজর মোঃ গিয়াস উদ্দিন আহমেদ (অবঃ)। অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ছিলেন—ভ্যাটারান উইনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অবঃ), সিনিয়র উইনার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জসিম উদ্দিন সরকার (অবঃ), লেডি উইনার সালমা জেসমিন সিদ্দিকী এবং জুনিয়র উইনার মাস্টার খান ফারহান আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব, জনাব বশির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, এবং গল্ফ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতাটি গত ১৪ মে শুরু হয় এবং সফলভাবে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীদের দক্ষতা ও প্রতিযোগিতার মান তুলে ধরে গল্ফপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

এনএ/

দেখুন: রাজধানীতে চলছে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন