জামায়াতের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, দলটির আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, কারও প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।
সভায় জামায়েতের আমির বলেন, দীর্ঘদিন তাদের উপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন হয়েছে। তবু দল হিসেবে কারো প্রতি কোন প্রতিশোধ নেয়া হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেনি জামায়াত।
সাংবাদিকদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেয়া হয়েছিল। তাদের কলমকে স্তব্ধ করে দেয়া হয়েছিল। স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে।