১৮/০৬/২০২৫, ২৩:৩৭ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৩৭ অপরাহ্ণ

কারফিউ অমান্য করায় লস অ্যাঞ্জেলেসে চলছে গণগ্রেফতার

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পর থেকে রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ‘গণগ্রেফতার’ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, কারফিউ বলবৎ থাকায় ‘এই অভিবাসী দলগুলোকে মোকাবেলা করা হচ্ছে এবং গণগ্রেফতার চলছে।

এর আগে, ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের প্রতিবাদে শহরের ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করা হয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, কারফিউ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে ডাউনটাউন এলাকা কভার করবে। লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

পড়ুন : লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন