২০/০৬/২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ

কারাগারে থেকেই মেয়র নির্বাচিত রদ্রিগো দুতার্তে

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হেফাজনে কারাবন্দি অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সোমবার (১৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে নিজ শহর দাভাওয়ের মেয়র পদে বিপুল ভোটে জয়ী হন তিনি। রয়টার্স জানিয়েছে, ৮০ শতাংশ ভোট গণনার পর পাওয়া বেসরকারি ফলে দেখা গেছে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তিনি আট গুণেরও বেশি ভোট পেয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির কারাগারে বন্দি আছেন দুতার্তে। প্রেসিডেন্ট থাকাকালে তাঁর নেতৃত্বে পরিচালিত কথিত ‘মাদকবিরোধী অভিযানে’ হাজার হাজার মানুষ extrajudicial হত্যার শিকার হন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের মার্চ মাসে ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আইসিসির অনুরোধে তাকে হেগে পাঠানো হয়।

কারাগারে থাকলেও দুতার্তের রাজনৈতিক প্রভাব যে এখনো অটুট, এ নির্বাচনের ফলাফল সেটিই প্রমাণ করে। তাঁর বিজয় দাভাও শহরে তাঁর দীর্ঘদিনের জনপ্রিয়তা ও রাজনৈতিক আধিপত্যের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।

এদিকে তাঁর পরিবারের রাজনীতিতেও উত্তেজনা বিরাজ করছে। সাবেক প্রেসিডেন্টের কন্যা এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে অভিশংসনের সম্মুখীন। যদিও তাঁর ভাগ্য এখনও অনিশ্চিত, তবে দুতার্তের দুই ছেলে এবারের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন।

দুতার্তে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে সিনেটরদের গঠিত জুরি যদি অভিশংসনের পক্ষে ভোট দেয়, তাহলে তিনি রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন। এই পরিস্থিতিতে তাঁর মেয়র হিসেবে জয় ফিলিপাইনের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে।

পড়ুন: কঙ্গোতে ভয়াবহ বন্যায় মৃত্যু ১০০

দেখুন: ভারতে প্রথম বরফ এসেছিল কিভাবে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন