১৪/০৬/২০২৫, ১৪:১৪ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:১৪ অপরাহ্ণ

কারাগার থেকে এসে মাকে শেষ বিদায় জানালেন সাংবাদিক ফারজানা রুপা

কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে চোখের জলে মাকে শেষ বিদায় জানিয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। এসময় উপস্থিত স্বজনদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধারিয়াকান্দা গ্রামে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রুপা পৌঁছলে এই দৃশ্যের সৃষ্টি হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান। পরে আজ বুধবার বাদ আসর নিজ বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

পড়ুন : চার দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন