26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি

দেশের কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ কারাবন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি, যাদের মধ্যে ৭০ জন জঙ্গিও রয়েছে। এ ছাড়া, দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি কারাগার এখনও ঝুঁকিপূর্ণ।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোতাহের হোসেন বলেন, ‘বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়গুলো জানে, এগুলো দ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার।’

কারা মহাপরিদর্শক বলেন, ‘কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য, তাদের তা নিশ্চিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট দেশের পটপরিবর্তনের আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে ২২শ’ আসামি পালিয়ে যায়, যাদের ১৫শ’ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে ৭০ জন ফাঁসি ও আলোচিত মামলার আসামি এখনও পলাতক।’

এনএ/

আরও পড়ুন: বিগত সরকারের নেতারা সীমান্ত দি‌য়ে পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন: শুরু হলো কারাগার-২, কতোটা জমালেন চঞ্চল চৌধুরী?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন