বাংলাদেশের উন্নয়নে যেসব দেশ সহযোগীতা করবে, তাদের নিয়েই পথ চলবে সরকার। জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও নির্মাণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। শেখ হাসিনা বলেন, কারও শত্রু মিত্র দেখা হবে না, দেশের উন্নয়নই অগ্রাধিকার। আহবান জানান, ইতিহাস থেকে শিক্ষা নেয়ার।
মন্ত্রী পরিষদ বিভাগের উদ্যোগে স্কুল পর্যায়ে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ক ভিডিও নির্মাণ প্রতিযোগীতা। ১ মিনিটের শর্ট ভিডিওতে জাতীয় পর্যায়ে যারা নির্বাচিত, তাদের নিয়েই গণভবনে আজকের আয়োজন।
বিজয়ীদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশ সেবার জন্য প্রস্তত হওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, দেশে কিছুই ভালো লাগে না একটা গ্রুপ আছে যারা সুফল ভোগ করে কিন্তু প্রচারণা চালায় নেতিবাচক। তাদের সঙ্গে আছে দেশি বিদেশী চক্র। যদিও সরকার প্রধান স্পস্ট জানিয়ে দেন, উন্নয়ন সহযোগীদের নিয়েই পথ চলবেন তিনি।
বলেন, অগ্রযাত্রা এতো দুর যে চাইলেও কেউ দেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। তবে, ১৫ আগস্টের পর জাতি অধপতনের মতো ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সবাইকে সবসময় সজাগ থাকার আহবান বঙ্গবন্ধু কণ্যার।