জয়পুরহাটে কালাইয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া (১১) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম ফকিরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভার সাবেক হাসনাহেনা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত সাইফুল ফকির (৫৫) উপজেলার বেগুনগ্রামের মৃত তফিজ উদ্দিন ফকিরের ছেলে বলে জানা গেছে।
মামলা সুত্রে জানাগেছে, স্কুলের সহকারি শিক্ষকার কাছে প্রাইভেট পড়তে আসেন চতুর্থ শ্রেণির ভুক্তভোগী ছাত্রী। সেখান থেকে বাড়ী ফেরার জন্য বের হয়। তখন বৃষ্টি শুরু হলে সে রাস্তায় দাঁড়ায়। তাকে ফুঁসলিয়ে রাস্তার একটি গলিতে নিয়ে যায় অভিযুক্ত সাইফুল ইসলাম। পরে মুখে গামছা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী অসুস্থ হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।
পড়ুন : জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ