ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় বিচার দাবি করেছেন তার নির্বাচনী এলাকা কালিগঞ্জের জনপ্রতিনিধিরা।
সকালে উপজেলার ভুষণ হাইস্কুল মাঠে সংবাদ সম্মেলন করেন তারা। এছাড়াও তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি ও কথিত রক্তমাখা পোষাক উদ্ধারের দাবি জানান। জড়িত সকলকে শনাক্ত করে সাজা দেয়ার পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের কথাও বলেন তারা।