ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খয়েরতলা গ্রামের মিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ অলিয়ার রহমান নিজস্ব গোডাউন থেকে ১৮ বস্তা ইউরিয়া ও ফসফেট চুরি করে আলম সাধুতে করে অন্যত্র বেশি দামে বিক্রি করতে গেলে স্থানীয়দের নজরে আসে।
তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহিন আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালীগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় আলম সাধুতে থাকা সারসহ তাকে আটক করেন। এসময় মোবাইল কোর্টর মাধ্যমে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এ ১ ব্যবসায়ীকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি আফিসার মো: মাহাবুব আলম রনি, কৃষি সম্প্রসারন আফিসার আক্তারুজামান মিয়া ও পুলিশসহ কৃষি আফিসের কর্মকর্তাবৃন্দ।
অভিযুক্ত ব্যবসায়ী লিখিতভাবে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর এভাবে কৃষকদের ক্ষতিগ্রস্ত করে সার বিক্রি করবেন না। প্রশাসনের এ ধরনের উদ্যোগে সাধারণ কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

