১০/১১/২০২৫, ২৩:২৬ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা

বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খয়েরতলা গ্রামের মিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ অলিয়ার রহমান নিজস্ব গোডাউন থেকে ১৮ বস্তা ইউরিয়া ও ফসফেট চুরি করে আলম সাধুতে করে অন্যত্র বেশি দামে বিক্রি করতে গেলে স্থানীয়দের নজরে আসে।

তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহিন আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালীগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় আলম সাধুতে থাকা সারসহ তাকে আটক করেন। এসময় মোবাইল কোর্টর মাধ‌্যমে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এ ১ ব্যবসায়ীকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি আফিসার মো: মাহাবুব আলম রনি, কৃষি সম্প্রসারন আফিসার আক্তারুজামান মিয়া ও পুলিশসহ কৃষি আফিসের কর্মকর্তাবৃন্দ।

অভিযুক্ত ব্যবসায়ী লিখিতভাবে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর এভাবে কৃষকদের ক্ষতিগ্রস্ত করে সার বিক্রি করবেন না। প্রশাসনের এ ধরনের উদ্যোগে সাধারণ কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পড়ুন :ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র, গুলি উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন