১৯/০৬/২০২৫, ০:০২ পূর্বাহ্ণ
26.1 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:০২ পূর্বাহ্ণ

কালীগঞ্জ শ্রমিক দলের মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের বাস টার্মিনাল থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক শ্রমিক ইউনিয়নের সমানে পথসভার আয়োজন করা হয়। কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়ম যুগ্ম-সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, সাইদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে মে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারিত হয়, শ্রমের উপযুক্ত মূল্য ও অধিকার প্রতিষ্ঠার পথ খুলে যায়। তৈরি হয় সামাজিক পরিবর্তনের নতুন ধারা, যা ধীরে ধীরে শ্রেনী-বৈষম্য হ্রাসে ভূমিকা রাখে। সেই আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা হয়ে আছে।

পড়ুন: রাষ্ট্রকাঠামো মেরামতে কালীগঞ্জ বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন: যশোরের ভবদহ অঞ্চলের ২১ হাজার হেক্টর জমিতে ধান চাষ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন