গত এক মাস ধরে জম্মু ও কাশ্মিরে বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। গত ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর গতকাল বৃহস্পতিবার (২২ মে) উপত্যকায় দেখা গেছে ৫৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে উপত্যকার তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘর পার করেছিল বেশ কয়েকবার। ১৯৬৮ সালের ২৪ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, আর ১৯৫৬ সালের ৩১ মে এটি ৩৫ ডিগ্রিতে পৌঁছায়। এবার, ২০২৫ সালের ২২ মে আবারও উষ্ণতা বেড়ে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এদিকে দক্ষিণ কাশ্মিরের কোকেরনাগ এলাকায়ও রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। ২২ মে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের রেকর্ড ৩২.৬ ডিগ্রির (২০০১ সালের ১৫ মে) চেয়ে বেশি। তাপমাত্রা বৃদ্ধির ফলে স্থানীয় স্কুলগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
অন্যদিকে, পেহেলগামের হামলার পর এক মাস পার হলেও উপত্যকার পরিস্থিতি এখনো থমথমে। পর্যটকদের আগমন কমে যাওয়ায় পর্যটন ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যেই কাশ্মিরের উষ্ণতা ৩০ ডিগ্রির সীমা ছাড়িয়েছে, যা সেখানে বিরাজমান অস্থিরতার সঙ্গে আরও একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
এনএ/