১৬/১১/২০২৫, ১২:২১ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিংবদন্তি তারকা ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি কিংবদন্তি তারকা সুনীল ছেত্রীর। গতকাল (বুধবার) একইদিনে বাংলাদেশও দল ঘোষণা করেছিল। এর আগে ভারতের মাঠে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য সমতা নিয়ে ফিরেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

গ্রুপ ‘সি’তে বাংলাদেশ-ভারতের ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের হিসাবে কেবলই নিয়মরক্ষার। দুই দল আগেই লড়াই থেকে ছিটকে গেছে। তাই সম্ভবত তরুণ ফুটবলারদের পরীক্ষার লক্ষ্য ভারতীয় কোচ খালিদ জামিলের। ১৫ নভেম্বর ঢাকার বিমানে চড়ার আগে তিনি দল সাজিয়েছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিয়ে।

ভারতের ২৩ সদস্যের প্রাথমিক দলে স্ট্রাইকার হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহকে। অভিজ্ঞ সুনীলকে এই ম্যাচের জন্য বিবেচনা করেননি ভারতীয় কোচ। গোলরক্ষকের ভূমিকায় দলে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি এবং সাহিলকে। ডিফেন্ডার হিসাবে রয়েছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর, রাহুল বেকে এবং সন্দেশ ঝিঙ্ঘান।

বাংলাদেশের বিপক্ষে মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু এবং সুরেশ সিংহ ওয়াংজাম। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতি ক্যাম্প শুরুর কথা রয়েছে ভারতের।

পড়ুন: নিউজিল্যান্ডে প্রথম কিউই বধ ওয়েস্ট ইন্ডিজের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন