39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

কিউকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার অভিযোগে ইকমার্স প্রতিষ্ঠান কিউকমের ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত না হওয়ায় বিচারক এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জে কিউকমের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রতারণা মামলায় আরজে নিরবের জামিন আবেদন নাকচ কিউকমের সিইও রিপন মিয়া এক দিনের রিমান্ডে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন ই কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের ‘বিগ বিলিয়ন রিটার্নের’ ক্যাম্পেইন থেকে থ্রি এস কর্পোরেশনের বিডির মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। ২১ থেকে ২৫ কর্মদিবসের মধ্যে মালামাল প্রদানের সময় থাকলেও কিউকম ডটকম সরবরাহ করেনি। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৪ সালে প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী মেহেদি হাসান ফয়সাল।

পড়ুন : বিএসইসি চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ না করলে বৃহস্পতিবার থেকে কর্মবিরতি

দেখুন : পদত্যাগ করছেন বিএসইসি চেয়ারম্যান? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন