১৫/০৬/২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ

কিছু জায়গায় লবণ না দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে: শিল্প উপদেষ্টা

সরকার এবার কাঁচা চামড়ায় লবণ দেওয়ার জন্য প্রায় ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছে। কিন্তু কিছু জায়গায় চামড়াতে লবণ না দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণলায়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গতকাল সোমবার (৯ জুন) সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরীর হলরুমে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা জানান। 

এ সময় ট্যানারিতে চামড়া সংগ্রহ নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, এবার সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারিতে তিন লাখ ৮৮ হাজার কুরবানির পশুর চামড়া এসেছে। সারা দেশে আরও সাত লাখ ৫০০ হাজারেরও বেশি চামড়া রয়েছে। সেগুলো খুব শিগগিরই ট্যানারি কারখানাতে ঢুকবে। সরকার চেষ্টা করেছিল এবার চামড়া সংগ্রহটা যেন ভালোভাবে হয়। যেন মূল্যটা আমরা যতদূর সম্ভব, যেভাবে নির্ধারিত করেছি সেই ভাবে পাই। সরকার এবার কাঁচা চামড়ায় লবণ দেওয়ার জন্য প্রায় ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছে। কিন্তু কিছু জায়গায় চামড়াতে লবণ না দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে। আর বাকি চামড়াগুলো আস্তে আস্তে ঢাকায় আসছে। সরকার চামড়া শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে। 

আদিলুর রহমান খান বলেন, কিছু কিছু ছোট মাদ্রাসা চামড়ায় সময়মতো লবণ লাগাতে পারেনি। তবে বড় মাদ্রাসাগুলো লবণ ঠিকমতো লাগাতে পেরেছে। সরকার শিল্পের সক্ষমতা বাড়াতে চায়। চামড়াটা যেন নষ্ট না হয় সেটাও চেষ্টা করা হচ্ছে। এজন্য ট্যানারিতে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। শিল্প টিকিয়ে রাখতে যা করা দরকার সব করা হবে।   

ট্যানারি শিল্পের খারাপ অবস্থার জন্য বিগত সরকারকে দায়ী করে তিনি বলেন, ট্যানারি শিল্পতে খারাপ অবস্থার কারণে আগের সরকারের সময় যারা দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তাদেরকে দুর্নীতি দমন কমিশন ডাকছে। এটা ১৭ সালের সরকার না, এটা গণঅভ্যুত্থানের সরকার। এর আগে যে সরকার উল্টো কাজ করেছে, তারা পালিয়ে গেছে। এই সরকার যা করা দরকার তাই করবে। 

এ সময় বাংলাদেশ ফিনিস লেদার,লেদার গুডস অ্যান্ড ফুড ওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভুইয়া, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পড়ুন: চামড়ায় সঠিক সময়ে লবণ না দেয়ায় দাম কমেছে: শিল্প উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন