১৫/১১/২০২৫, ২০:৪৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুরতে গিয়ে গোসল করতে নেমে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে এক মাদ্ররাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিন চরটেকি এলাকায় পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহত আবুবক্কর সিদ্দিক রিফাত (২০) পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। রিফাত কিশোরগঞ্জ জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “উপজেলার তারাকান্দি মালোয়ারচর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজিব (৩০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে প্রিমিয়ার ব্যাংকে চাকরি করেন। ছুটিতে বাড়িতে এসে তাঁর শ্যালক মাদ্রাসা শিক্ষার্থী রিফাতকে সাথে নিয়ে বিকালে দক্ষিন চরটেকি ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান। এক পর্যায়ে বিকাল ৪টার দিকে রিফাত ব্রহ্মপুত্র নদের পানিতে নামেন। হটাৎ তীব্র স্রোতের টানে রিফাত পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর দুলাভাই রাজিব মিয়া তাঁকে উদ্ধার করার চেষ্টা করে তিনিও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা রাজিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালেও নিখোঁজ হয় রিফাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে। রাজিব বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”

এর আগে গত ১১ই জুলাই একই স্থানে বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে সহোদর দুই বোন কাশ্মীর রহমান নীলা (১৭) ও ফারিহা রহমান নেহা (৯) নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনার পর প্ররশাসনের পক্ষ থেকে সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ইন্টিরিয়ম গভমেন্টের সাথে কেউ টাকা পুঁজি কাঠাতে সেভ মনে করে না কিশোরগঞ্জে আব্দুস সালাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন