28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

কিশোরগঞ্জে সাংবাদিকদের উপহারে এতিমদের ঈদের খুশি

অসহায় এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিনিময় করেছে কিশোরগঞ্জের সেন্ট্রাল প্রেস ক্লাব।

গতকাল শনিবার (২২ মার্চ) বিকেলে জেলা শহরের অভিজাত রেস্তোরাঁ উজান ভাটি মিলনায়তনে সাংবাদিক সংগঠনটির পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় পড়ুয়া অর্ধশতাধিক এতিম শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার বিনিময় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে সহযোগী সদস্য একেএম শরাফ উদ্দিন খান রায়হান, সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, সহ-সভাপতি আলী রেজা সুমন, কোষাধ্যক্ষ আতা মোহাম্মদ উবায়েদ, ইফতার ও ঈদ উপহার বিনিময় উপকমিটির সমন্বয়কারী মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য তাফসিলুল আজিজ, শামসুল আলম শাহীন, যুগ্মসাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোবারক হোসেন, উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাহিত্য সম্পাদক মু, ওয়াজেদ আলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, প্রশিক্ষণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন, জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ, কার্যনির্বাহী সদস্য সিম্মী আহাম্মেদ, মো. আনোয়ারুল কিবরিয়া, শহীদুজ্জামান শুভ ও মশিউর রহমান নাদিম এবং আজীবন ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে এতিম শিশুদের নিয়ে অতিথি ও ক্লাবের সদস্যরা ইফতার গ্রহণ করেন। উন্নত পরিবেশে সুস্বাদু ইফতার সামগ্রী ও রাতের খাবার পেয়ে এতিম শিশুরা আনন্দভরে তা গ্রহণ করে। এছাড়া ঈদের আগেই আন্তরিক পরিবেশে ঈদ উপহার হাতে পেয়ে তারা উচ্ছ্বসিত হয়।

এনএ/

দেখুন: কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন