কুড়িগ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ই আগাস্ট সন্ধ্যায় পৌর শহরের কলেজ মোড়স্থ সাহিত্য সভাঘরে কুড়িগ্রাম সাহিত্যসভার আয়োজনে কবি’র ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়।
‘জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি সাম্য রাইয়ান, বিশিষ্ট সাংবাদিক কবি আহম্মেদুল কবির এবং কবি মোকলেছুর রহমান। আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জুলাই-অভ্যুত্থানের অন্যতম সংগঠক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, হিজিবিজি সম্পাদক রাজ্য জ্যোতি, ছাত্রনেতা রতন অধিকারী, তাজবীর আহম্মেদ মুগ্ধ, কুড়িগ্রাম বিজ্ঞান ক্লাবের সংগঠক জোবায়ের আহম্মেদ, সহশা, বুশরাসহ আরো অনেকে।
সভায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী আলোচনা সভা, পাঠচক্র, সেমিনার, শিক্ষা-প্রতিষ্ঠানে কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্যোগ গৃহীত হয়।
পড়ুন : সাংবাদিক হত্যা,নিপীড়নের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন


